Header Ads

কড়া নিরাপত্তার মধ্যে মধ্যপ্রদেশ, মিজোরামে চলছে ভোটগ্ৰহণ পৰ্ব



ছবি, সৌঃ এনডিটিভি
নয়াদিল্লিঃ আজ মধ্যপ্রদেশ এবং মিজোরামে বিধানসভা নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্যে দুই রাজ্যেই সকাল সাত টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্ৰহণ পৰ্ব। সকাল ১১ টা অবধি ভোট পড়েছে ২১ শতাংশ। নিৰ্বাচন কমিশন থেকে জানানো হয় সেখানে প্ৰায় ১০০ টি ইভিএম বিকল হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। তার মধ্যে ৭০টি মেশিন (ইভিএম) বদলে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে বড় চ্যালেঞ্জ শিবরাজ সিংহ চৌহানের সামনে। মধ্যপ্রদেশে ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। গত বার রাজ্যের ২৩০টি আসনের মধ্যে ১৬৫টি ছিল বিজেপির দখলে। কংগ্রেসের ৫৮। কিন্তু ভোটের ব্যবধান ছিল ৯ শতাংশ। এই বিধানসভা নির্বাচনে ৪-৫ শতাংশ ভোট এদিক-ওদিক হলেই রং বদলাবে। অন্যদিকে, উত্তর-পূর্বের একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য হল এই মিজোরাম। সকাল ১১ টা অবধি ভোট পড়েছে ২৯ শতাংশ। রাজ্যের বেশ কিছু বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।মোট ৪০টি বিধানসভা আসনের মধ্যে গতবার ৩৪টি আসন পেয়ে সরকার গড়লেও এ বার কিন্তু কংগ্রেসের সামনে কঠিন লড়াই। মিজোরামে আজ ২০৯ জন প্ৰাৰ্থীর ভাগ্য নিৰ্ধারন হবে। তার মধ্যে মহিলা প্ৰাৰ্থীর সংখ্যা ১৫। এই দুই রাজ্যেই এক দফায় ভোটগ্রহণ হবে। রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা সহ, মধ্য প্ৰদেশ এবং মিজোরামে ভোট গণনা হবে আগামী ১১ ডিসেম্বর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.