আবৰ্জনা ফেলা নিয়ে করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা
শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ আবৰ্জনা ফেলা নিয়ে করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। দিন কয়েক আগে করিমগঞ্জ প্ৰশাসনের পক্ষ থেকে দেওপুর এলাকার একটি জায়গায় গোটা শহরের আবৰ্জনা ফেলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু যখন নিৰ্দিষ্ট ওই জায়গায় আবৰ্জনা ফেলতে যাওয়া হয় তখন প্ৰথমে বিএসএফ তা ফেলতে বাধা দেয়। তারপর স্থানীয় মানুষ সেখানে আবৰ্জনা ফেলতে বাধা দেন। স্থানীয়দের দাবি ওই জায়গা সরকারের নয়, এলাকাবাসীর। ফলে প্ৰশাসনের কাছে এর বিকল্প ব্যবস্থা গ্ৰহণের দাবি জানিয়েছেন তারা। এমন কি এ নিয়ে দিন দুয়েক আগে এক পুর কৰ্মীকেও মারধর করা হয়েছে বলে করিমগঞ্জ পুরসভার পুরপতি জানান। এই ঘটনার পরই করিমগঞ্জ জেলা প্ৰশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকায় ব্যপক তৎপরতা দেখা যায়। এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। শুক্ৰবার মাইক দিয়ে দেওপুর এলাকায় স্থানীয়দের তা জানিয়ে দেওয়া হয়। এমনকি কেউ ঘর থেকে লাঠি, দা নিয়েও বের হলে তাকে আটক করা হবে। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়ে উপস্থিত হন সিআরপিএফ বাহিনী, সাৰ্কেল অফিসার, এএসপি সকলেই।
কোন মন্তব্য নেই