অমিতা সাংমার নিরাপত্তায় পুলিশ সুরক্ষা চাইল মেঘালয় ষ্টেট কমিশন ফর উইমেন
ননী গোপাল ঘোষ, শিলং- অমিতা সাংমার জন্য ২৪ ঘন্টার পুলিশ সুরক্ষা চাইল মেঘালয় ষ্টেট কমিশন ফর উইমেন। এগনেস খারসিং ও অমিতা সাংমার উপর হামলার ঘটনার অন্যতম সাক্ষী অমিতা। কমিশনের চেয়ারপারসন থেইলিন ফানভু এবিষযে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কাছে। প্ৰসঙ্গত, সমাজকর্মী এগনেস খারসিং ও অমিতা সাংমার ওপর হামলার ঘটনার পর
বিভিন্ন মহলের চাপে ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে মেঘালয় মন্ত্রীসভা। তবে কার নেতৃত্বে এই তদন্ত চলবে তা এখনও জানা যায়নি।
বিভিন্ন মহলের চাপে ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে মেঘালয় মন্ত্রীসভা। তবে কার নেতৃত্বে এই তদন্ত চলবে তা এখনও জানা যায়নি।
কোন মন্তব্য নেই