ভোটের হার কমল মিজোরামে
ননী গোপাল ঘোষ, আইজলঃ বুধবার বিধানসভা ভোটে মিজোরামে ভোট দেওয়ার হার কমল। ২০১৩ সালে ভোটের হার ছিল ৮৩.৪১ শতাংশ। এবারের ভোটে তা কমে দাঁড়িয়েছে ৭৫শতাংশে। প্রায় ৫৫শতাংশ ব্রু ভোটার (রিয়াং শরণার্থী) ত্রিপুরার শরণার্থী শিবির থেকে মিজোরামে এসে ভোট দিয়েছেন গতকাল।
কোন মন্তব্য নেই