এনআরসি-র বলি আরও এক ব্যক্তি
তামুলপুরঃ এনআরসির তালিকায় নাম আসেনি। দুশ্চিন্তায় প্ৰাণ গেল আরও এক ব্যক্তির। হৃদযন্ত্ৰের ক্ৰিয়া বন্ধ হয়ে মৃত্যু হল বাকসা জেলার তামুলপুরের বৰ্কাজুলির বাসিন্দা আফজল আলির। জনৈক আফজলের এনআরসির তালিকায় নাম আসে নি। তাঁর পরিবারের কারুরই তালিকায় নাম নেই। ফলে বহুদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। এনআরসি সেবা কেন্দ্ৰে ফৰ্ম পূরণের জন্য লিগ্যাসি ডাটা হিসেবে তাঁর কাছে জমির দলিল চেয়েছিল। মাটির কাগজ তাঁর কাছে না থাকায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েন আফজল। পরে বৃহস্পতিবার রাতে হৃদযন্ত্ৰের ক্ৰিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। আফজলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্ৰসঙ্গত, এনআরসি-র তালিকায় নাম না এলে অথবা নামে কোনও ভুল তথ্য থেকে থাকলে তা দু মাসের মধ্যে আবেদন করে ফের ফৰ্ম পূরণ করে এনআরসি সেবা কেন্দ্ৰে জমা দেওয়া যাবে। এই নিৰ্দেশ দিয়েছে সৰ্বোচ্চ আদালত। তবে আদালতের নিৰ্দেশ যতটা সহজ, তা বাস্তবে পরিণত করা ততটাই কঠিন হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর পক্ষে। ফলত কেউ দুশ্চিন্তায় মারা যাচ্ছেন, আর নয়তো বা কেউ বাধ্য হয়ে আত্মহত্যার পথকেই বেছে নিচ্ছেন। মাঝখান দিয়ে নিরাপত্তাহীনতা এবং গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ছে মৃতের পরিবারের সদস্যরা।
কোন মন্তব্য নেই