লামডিং-শিলচর রেলপথ পরিদর্শনে আসছেন জিএম সঞ্জীব রায়
বিপ্লব দেবঃ হাফলং
উত্তর পূর্ব সীমান্ত রেলের ওপেন লাইন শাখার জেনারেল ম্যানেজার শুক্রবার লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথ পরিদর্শনে আসছেন। জিএমের আগমনে পাহাড় লাইনের সব স্টেশন গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাঁজিয়ে তুলা হচ্ছে। রেলসুত্রে জানা গিয়েছে আজ রাত ১১ টা ৫৫ মিনিটে গুয়াহাটি -শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে জিএম সঞ্জীব রায় গুয়াহাটি থেকে রওয়ানা হয়ে শুক্রবার সকাল ৮ টায় দাওটুহাজা স্টেশনে নেমে ট্রলি দিয়ে ফাইডিং মাহুর মাইগ্রেনডিসার মধ্যে রেললাইন পরিদর্শন করে সবকিছু খতিয়ে দেখে নিউহাফলং স্টেশনে উপস্থিত হয়ে স্টেশনের বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখে আবার নিউহাফলং স্টেশন থেকে ট্রলি দিয়ে হারাঙ্গাজাও পর্যন্ত রেলট্র্যাক পরিদর্শন করে পূর্বের ধস বিধ্বস্ত এলাকা গুলির অবস্থা খতিয়ে দেখবেন জিএম। তারপর এলজি স্প্যাশাল ট্রেনে হারাঙ্গাজাও থেকে প্রথমে বদরপুর তারপর শিলচর পৌঁছে স্টেশনের বিভিন্ন দিক ও যাত্রী স্বাচ্ছ্যন্দের বিষয়টি খতিয়ে দেখবেন ওপেন লাইন শাখার জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়। রাতে তাঁর মালিগাঁও ফিরে যাবার কথা রয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলসুত্রে জানা গিয়েছে।
কোন মন্তব্য নেই