Header Ads

ছাত্ৰ-ছাত্ৰীদের উৎকৰ্ষ সাধনে মহাশক্তি অভিভাবক-শিক্ষকঃ মুখ্যমন্ত্ৰী


দ্বিতীয় স্তরের গুণোৎসব শুরু, লক্ষ্য ৪৬ হাজার বিদ্যালয়ের ৩৬ লক্ষ শিক্ষাৰ্থী

অমল গুপ্ত, গুয়াহাটিঃ
ছাত্ৰ-ছাত্ৰীদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্ৰে পিতৃ-মাতৃ তথা শিক্ষক-শিক্ষয়িত্ৰীরা এক মহাশক্তি। কোমলমতি ছাত্ৰ-ছাত্ৰীদের শিক্ষার প্ৰতি আগ্ৰহ বৃদ্ধির ক্ষেত্ৰে পিতৃ-মাতৃ ও শিক্ষক-শিক্ষয়িত্ৰীদের গুরুত্বপূৰ্ণ ভূমিকা পালন করতে হবে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল মঙ্গলবার কামরূপ জেলার রামপুরের জারাপাটা প্ৰাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত গুণোৎসবে অংশগ্ৰহণ করে এই মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উত্তরণে গুণোৎসবসহ বেশ কিছু কৰ্মসূচি গ্ৰহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নেও গুরুত্ব আরোপ করেছে সরকার। এদিন গুণোৎসবে মুখ্যমন্ত্ৰী ছাত্ৰ-ছাত্ৰীদের পাঠদান ও মধ্যাহ্ন ভোজনে অংশগ্ৰহণ করেন। উল্লেখ্য, রাজ্যের ১৬ টি জেলায় আট অক্টোবর থেকে দ্বিতীয় স্তরের গুণোৎসব শুরু হয়েছে। চলবে ১১ অক্টোবর পৰ্যন্ত। দ্বিতীয় স্তরের গুণোৎসবে ৪৬,৪৩৩ টি বিদ্যালয়ের ৩৫,৯৪,৭৬৮ ছাত্ৰ-ছাত্ৰীর পাশাপাশি শিক্ষা প্ৰতিষ্ঠানের গুণগত মান পরীক্ষা করে দেখা হবে। দ্বিতীয় স্তরের দ্বিতীয় পৰ্যায়ের গুণোৎসব শুরু হবে ৩১ অক্টোবর থেকে। চলবে তিন নভেম্বর পৰ্যন্ত। এদিন রামপুর শিক্ষা খণ্ডের অধীনস্থ জারাপাটা প্ৰাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত গুণোৎসবে মুখ্যমন্ত্ৰী সাৰ্বিক শিক্ষা ব্যবস্থার মূল্যায়ণ করেন। মুখ্যমন্ত্ৰী ছাত্ৰ-ছাত্ৰীদের সঙ্গে মত বিনিময় করে মৌখিক ও লিখিত জ্ঞানের পাঠ নেন। বিদ্যালয় পরিচালনা সমিতি, গাঁওবুঢ়া, গ্ৰামরক্ষী, বিভিন্ন মহিলা সংগঠন, অঙ্গনওয়াড়ি কৰ্মী ও অভিভাবকসহ সমবেত স্থানীয় মানুষের সভায় মুখ্যমন্ত্ৰী শৈক্ষিক উৎকৰ্ষ সাধনের সম্পৰ্কে মত বিনিময়ও করেন। মুখ্যমন্ত্ৰী বিশেষ করে শিক্ষক-শিক্ষয়িত্ৰী ও অভিভাবকদের বলেন, আপনাদের প্ৰধান দায়িত্ব ছাত্ৰ-ছাত্ৰীদের সঠিক পথে পরিচালনা করা। ছাত্ৰ-ছাত্ৰীরা যাতে পথভ্ৰষ্ট না-হয় সেদিকে নজর রাখতে আহবান জানান মুখ্যমন্ত্ৰী। জারাপাট প্ৰাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে স্থানীয় বিধায়ক প্ৰণব কলিতা ও জেলাশাসক কমল বৈশ্যকে এদিন তিনি  নিৰ্দেশ দেন। ছাত্ৰ-ছাত্ৰীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের সময় শিশু ছাত্ৰ-ছাত্ৰীদের কাছে টেনে নিয়ে তাঁদের নিয়মিত হাত ধোয়ার পরামৰ্শও প্ৰদান করেন মুখ্যমন্ত্ৰী সনোয়াল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.