Header Ads

পশ্চিমবঙ্গে মমতার রাজ্যে রথ যাত্ৰা করবেন অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল


গুয়াহাটিঃ অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল পশ্চিমবঙ্গের তৃণমূল মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানাৰ্জির রাজ্যে প্ৰচারাভিযানে যাবেন। পশ্চিমবঙ্গের গ্ৰামে গঞ্জে রথ যাত্ৰা করবেন। বিজেপির সৰ্ব ভারতীয় সভাপতি অমিত শাহের নিৰ্দেশ ক্ৰমে মুখ্যমন্ত্ৰী রথ যাত্ৰায় সামিল হবেন বলে বিজেপি সূত্ৰে জানা গেছে। তবে এখনও তারিখ নিৰ্ধারণ হয়নি। বিজেপির জাতীয় কাৰ্যনিৰ্বাহক সভায় আজ মাজুলিতে রাজ্যের একাংশ মানুষের বিশেষ করে শরিক দল অগপর বিরুদ্ধে গিয়েও নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে প্ৰস্তাব গ্ৰহণ করা হয়েছে। বিজেপি সভাপতি রঞ্জিত দাস, সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা, শিলাদিত্য দেব প্ৰমুখ বিলের পক্ষে অভিমত পোষণ করেছেন। সভাপতি রঞ্জিত দাস এন আর সির কাৰ্য প্ৰণালী সম্পৰ্কে তীব্ৰ অসন্তোষ প্ৰকাশ করে বলেছেন, তারা এন আর সির কাজে মোটেই  সন্তুষ্ট নয়। অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা বলেছেন, এন আর সির তালিকায় বহু অবৈধ নাগরিকের নাম অন্তৰ্ভুক্ত হয়েছে। দুদিন ব্যাপী বিজেপির কাৰ্যনিৰ্বাহক সভায় আগামী লোকসভা নিৰ্বাচনের কৌশল রূপায়ন করা হয়েছে। অগপ, বিপিএফ-এর সঙ্গে শরিকি সম্পৰ্ক অব্যাহত রেখে লোকসভা নিৰ্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করার প্ৰস্তাব গ্ৰহণ করা হয়েছে। অগপ সভাপতি তথা কৃষিমন্ত্ৰী অতুল বরা সহ সমগ্ৰ অপগ দল প্ৰথম থেকে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে নিৰ্যাতিত হয়ে আসা হিন্দু ধৰ্মাবলম্বী মানুষদের জন্য প্ৰস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্ৰ বিরোধীতা করে আসছে। বার বার বিজেপি নেতৃত্বকে সতৰ্ক করে দিয়েছে বিলটি সংসদে গৃহীত হলেই তারা বিজেপি সরকার থেকে সরে আসবে। মাজুলীর বিজেপির কাৰ্যনিৰ্বাহক সভাতে সেই প্ৰস্তাবিত বিলটি গ্ৰহণ করার সিদ্ধান্ত হয়েছে। এর পর অগপ কি করে তা হবে দেখার।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.