ত্ৰিপুরায় এনআরসি নিয়ে কেন্দ্ৰের মতামত জানতে চাইল সুপ্ৰিম কোৰ্ট
ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ অসমের মতো ত্ৰিপুরায়ও এনআরসি তৈরির আবেদন করেছিল ত্ৰিপুরা পিপলস ফ্ৰন্ট। এই আবেদনের প্ৰেক্ষিতেই সোমবার কেন্দ্ৰের মত জানতে চেয়ে কেন্দ্ৰীয় সরকার, সেনসাস কমিশনার এবং ই সি আই (ইলেকশন কমিশন অব ইন্ডিয়া)কে একটি নোটিস পাঠায় সুপ্ৰিম কোৰ্ট। শীৰ্ষ আদালতের প্ৰধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কল ও বিচারপতি কে এম জোসেফের ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হয়েছিল। দুদিন আগেই স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক জানিয়েছিল, রাজ্যের তরফে করা এনআরসি পুনৰ্বিবেচনার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ অসমের মতো ত্ৰিপুরায়ও এনআরসি তৈরির আবেদন করেছিল ত্ৰিপুরা পিপলস ফ্ৰন্ট। এই আবেদনের প্ৰেক্ষিতেই সোমবার কেন্দ্ৰের মত জানতে চেয়ে কেন্দ্ৰীয় সরকার, সেনসাস কমিশনার এবং ই সি আই (ইলেকশন কমিশন অব ইন্ডিয়া)কে একটি নোটিস পাঠায় সুপ্ৰিম কোৰ্ট। শীৰ্ষ আদালতের প্ৰধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কল ও বিচারপতি কে এম জোসেফের ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হয়েছিল। দুদিন আগেই স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক জানিয়েছিল, রাজ্যের তরফে করা এনআরসি পুনৰ্বিবেচনার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কোন মন্তব্য নেই