ভারত-ওয়েষ্ট ইণ্ডিজ খেলার টিকিট বিক্ৰি শুরু
গুয়াহাটিঃ দূৰ্গা পুজোর মধ্যেই গুয়াহাটি মহানগরে আন্তৰ্জাতিক ‘ওয়ান ডে আন্তৰ্জাতিক’ ক্ৰিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। গুয়াহাটি বৰ্ষাপাড়া ষ্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে। ভারত মুখোমুখি হবে শক্তিশালী ওয়েষ্ট ইণ্ডিজ দলের সঙ্গে। ১১ অক্টোবর থেকে টিকিট বিক্ৰি শুরু হেচ্ছ। ছাত্ৰদের জন্য নূন্যতম ৫০০ টাকা মূল্যে টিকিটের দাম ধাৰ্য্য করা হয়েছে। কিন্তু সীমিত সংখ্যক টিকিট চাইলেও ৫০০ টাকায় পাওয়া যাবে না। তাছাড়া ১২৫০, ১৭৫০, ২০০০, ২৫০০, ৪০০০ এবং ৪৫০০ টাকায় টিকিটের দাম ধাৰ্য্য করা হয়েছে। আসাম ক্ৰিকেট এসোসিয়েশন (এসিএ) এই খেলা পরিচালনা করবে। এই খেলাকে কেন্দ্ৰ করে গুয়াহাটি মহানগরে প্ৰচণ্ড উৎসাহের সৃষ্টি হয়েছে। টিকিটের দাম তুঙ্গে উঠেছে। সারা দেশের নজর এখন গুয়াহাটি মহানগরীর বৰ্ষাপাড়া ক্ৰিকেট ষ্টেডিয়ামের দিকে। দুৰ্গা পুজো এবং ক্ৰিকেট ম্যাচকে কেন্দ্ৰ করে মহানগর মেতে উঠেছে। পুলিশ প্ৰশাসন নিরাপত্তার জোরদার ব্যবস্থা গ্ৰহণ করেছে।
কোন মন্তব্য নেই