Header Ads

মহানগরে বোমা বিস্ফোরণের দায় স্বীকার আলফা আই-এর


  বিস্ফোরণে আহত বিনীতা দাসের চিকিৎসা চলছে এমএমসি হাসপাতালে। ছবিঃ দেবযানী পাটিকর
 নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ দুৰ্গাপুজোর ঠিক দুদিন আগে শনিবার মহানগরের শুক্ৰেশ্বর ঘাটের কাছে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছেন আলফা স্বাধীন-এর সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা করে তারা বিস্ফোরণটি ঘটিয়েছে বলে স্বীকার করেছেন তিনি। তবে ভুল বশত সেই জায়গায় বিস্ফোরণটি হয়েছে বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। এধরনের ঘটনার তীব্ৰ নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল। ডিজিপি কুলধর শইকিয়া বলেছেন, শহরে নিরাপত্তা ব্যবস্থা কড়া করে তোলা হয়েছে। বিস্ফোরণের প্ৰভাব পুজো কিংবা ২১ অক্টোবর শহরের বৰ্ষাপাড়া স্টেডিয়ামে ভারত ও ওয়েস্টইন্ডিজের মধ্যে অনুষ্ঠেয় একদিবসীয় আন্তৰ্জাতিক ক্ৰিকেটে এর প্ৰভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিনের বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.