Header Ads

দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ, ইস্টনের পুজো, সমরসেট নিউ জার্সি


আশীষ  কুমার  দে,  সমরসেট,  নিউ জার্সি 
দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ  আদ্যাপীঠ,  ইস্টনের পুজো । কোন এক পঞ্জিকা মতে নবমী  ও  দশমীর  পুজো  একদিনেই  হওয়ায়  আজ শেষ  হলো দক্ষিণেশ্বর রামকৃষ্ণ  সঙ্ঘ  আদ্যাপীঠ আয়োজিত  দুর্গা পুজো ।১৯৯৫ সনের  ৭ই  ডিসেম্বর  ব্রহ্মচারী  সিদ্ধেশ্বর ভাইয়ের   উদ্যোগে  স্থানীয়  বাঙালিদের  সহযোগিতায়   ইস্টন  এভেনিউ এ স্থাপিত  হয়  এই কালী মন্দির । এটি দক্ষিণেশ্বর  আদ্যাপীঠের  একটি  শাখা । মন্দির সংলগ্ন এলাকায়  দুর্গা পুজো  করার  জায়গার  অভাবে  এটি গত দুবছর  ডাঃ রুজভেল্ট পার্কের  একটি কনভেনশন সেন্টারে  আয়োজিত  হচ্ছে । এটিও নির্ঘণ্ট মেনে  হয় । ভবনের পরিসর  কম থাকায়,  ভক্তদের  অগ্রিম  টাকা দিয়ে  বুকিং  করতে  হয় । ফেডারেল সরকারের  অগ্নি নির্বাপক  বিভাগের  কড়া নির্দেশ মেনেই  এখানে  সব পুজো  আয়োজিত  হয়ে  থাকে । তাই  ভবনের  ভেতরের  বসার ক্ষমতা  অনুযায়ী  প্রবেশের অনুমতি দেওয়া হয় । আজ  দুপুরে  নবমী  পুজোর  পর  দশমী  পালিত  হয় । তবে ভক্তদের  সুবিধার জন্য  বিকেল থেকে  রাত  সাতটা  পর্যন্ত  মাকে  বরন  করা  ও সিঁদুর খেলার  সুযোগ  দেওয়া হয় । তারপর  রাতের  খাওয়ার  ব্যবস্থা  ছিল। এখানেও  মহিলা  পরিচালিত  সাড়ি ও অলঙ্কার   বিক্রির  স্টল  ছিল ।  আজ আনন্দ  মন্দিরে  নবমীর  পুজো হয়  ও সন্ধ্যা  আরতিও হয় ।  আগামীকাল  হবে  দশমীর  পুজো  ও বরন সন্ধ্যায়  সিঁদুর খেলা । রাত আটটায়  টেগোর হলে গান গাইতে  আসছেন  কোলকাতার  বিশিষ্ট  সঙ্গীত শিল্পী  সোমলতা আচার্য । 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.