Header Ads

দুৰ্গোৎসবকে সুষ্ঠুভাবে চালিয়ে নিতে বরপেটা জেলা প্ৰশাসনের তৎপরতা, পুজো কমিটিগুলির সঙ্গে জেলা প্ৰশাসনের বৈঠক





অনুপম অনিরুদ্ধ, বরপেটাঃ বরপেটা জেলার বিভিন্ন পান্তে দুৰ্গোৎসবের শেষ পৰ্যায়ের প্ৰস্তুতি চলছে। পুজোকে সুষ্ঠু এবং শৃঙ্খলাবদ্ধভাবে চালিয়ে নিতে পুজো কমিটিগুলির সদস্যদের ব্যস্ততার শেষ নেই। তৎপর হয়ে উঠেছে জেলা প্ৰশাসনও। ডিসট্ৰিক্ট কমিশনারের নিৰ্দেশে ইতিমধ্যেই ডিসি অফিসে পুজো কমিটিগুলির সঙ্গে বরপেটা জেলা প্ৰশাসনের একটি বৈঠকও হয়ে যায়। ডিসি থানেশ্বর মালাকারের সভাপতিত্বে পুলিস অফিসার ভায়োলেট বরুয়া সহ জেলা প্ৰশাসনের বিভিন্ন কৰ্মকৰ্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। পুজোর কটা দিন যাতে কোনও ধরনের অপ্ৰীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা প্ৰশাসন কতগুলি নিৰ্দেশ জারি করেছে। পুজো মণ্ডপগুলি পয় পরিস্কার এবং প্লাস্টিক মুক্ত করে রাখতে প্ৰয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নিৰ্দেশ দিয়েছে প্ৰশাসন। স্বচ্ছতার ওপর জেলা প্ৰশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই তিনটি পুজোকমিটিকে স্বচ্ছতা পুরস্কার দেওয়া হবে বলেও জেলা প্ৰশাসনএর পক্ষ থেকে জানানো হয়েছে। পুজোর সময় নাশকতামূলক কৰ্মকাণ্ড ঠেকাতে পুজোকমিটিগুলির সহযোগিতা চেয়েছে জেলা প্ৰশাসন। পুজোমণ্ডপগুলিতে সিসিটিভি, স্বেচ্ছাসেবক এবং প্যাণ্ডেলের চারপাশে যথেষ্ট পরিমাণে আলোর ব্যবহার করতে নিৰ্দেশ দিয়েছে প্ৰশাসন।  মাদক দ্ৰব্য খেয়ে কেউ যাতে পুজোর পরিবেশ কোনওভাবে নস্ট না করে সেদিকে পুজোকমিটিগুলিকে বিশেষ নজর রাখতে বলেছে জেলা প্ৰশাসন। পুজোর সময় রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্ৰেও কড়া নজর রাখতে পরিবহন বিভাগকে নিৰ্দেশ দিয়েছে জেলা প্ৰশাসন। দশমীর দিন যাতে সন্ধ্যের আগে আগে সমস্ত বিসৰ্জন সম্পন্ন হয় এবং নদীর ঘাটগুলিতে প্ৰয়োজনমতো সব ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সেদিকে লক্ষ রাখার জন্য রাজস্ব চক্ৰ বিভাগকে পরামৰ্শ দিয়েছে জেলা প্ৰশসন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.