Header Ads

ছাত্র একতা সভার নির্বাচনকে কেন্দ্ৰ করে লামডিং কলেজে উত্তপ্ত পরিস্থিতি


স্বপন দাস, লামডিং-  ছাত্র একতা সভা নির্বাচনের জন‍্য সোমবার লামডিং কলেজে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে দুটি দলের মধ্যে সংঘাত সৃষ্টি হলে কলেজে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় । আগামী ১২ অক্টোবর কলেজে ছাত্ৰ একতা সভার নিৰ্বাচনের দিন ঠিক করা হয়েছে। তাই নিয়মমাফিক সোমবার এনএসইউআই এবং এভিবিপি-র প্ৰাৰ্থী নিৰ্বাচনে দাঁড়াতে মনোনয়ন পত্ৰ জমা করে। মনোনয়ন পত্ৰ জমা দেওয়ার সময়সীমা ২ টো পৰ্যন্ত ঠিক করা ছিল। কিন্তু পূৰ্ব নিৰ্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এভিবিপি-র ছাত্ৰরা জবরদস্তি মনোনয়ন পত্ৰ জমা দিয়েছে, এই অভিযোগ তোলে এনএসইউআই-এর ছাত্ৰ সদস্যরা। এই নিয়ে প্ৰথমে তৰ্ক হয় পরে তা বিশাল কাজিয়ায় পরিণত হয়। অন্যদিকে প্ৰতিপক্ষের এই অভিযোগকে উড়িয়ে দেয় এভিবিপি-র ছাত্ৰরা। কলেজের বাইরে প্ৰতিবাদে সরব হয় উভয় পক্ষের ছাত্ৰছাত্ৰীরা। এ বিষয়ে সংবাদ মাধ্যম কলেজ কৰ্তৃপক্ষের কাছে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ বিষয়টি এড়িয়ে যান। ঘটনাটি যাতে সংবাদ মাধ্যমে প্ৰকাশ না পায় তাই সংবাদ মাধ্যমকে কলেজে ঢুকতে বাধা দেয় এভিবিপি-র ছাত্ৰছাত্ৰীরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.