Header Ads

গুজরাতে অসমের শ্ৰমিকদের ওপর নিৰ্যাতন, প্ৰাণ বাঁচিয়ে অসমে পালিয়ে আসে ৭৬জন শ্ৰমিক


নয়া ঠাহর প্ৰতিবেদন, বরপেটাঃ গুজরাতে অসমের শ্ৰমিকদের ওপর নিৰ্যাতন চালানোর অভিযোগ উঠেছে। প্ৰাণ বাঁচিয়ে ৭৬ জন শ্ৰমিক রেলপথে পালিয়ে এসেছে নিম্ন অসমের বরপেটায়। ওই রাজ্যে হিন্দী ভাষী এক যুবক একটি গুজরাতী মেয়েকে ধৰ্ষণ করে। এই ঘটনার পর থেকেই বিভিন্ন কোম্পানিতে কৰ্মরত অসমের যুবকদের হুমকি দিতে শুরু করে গুজরাতের স্থানীয় বাসিন্দারা। প্ৰায় দেড়মাস ধরে তাদের বেতন আটকে রয়েছে বলেও অভিযোগ তোলে পালিয়ে আসা শ্ৰমিকরা। এই ঘটনার পর বরপেটারোড রেলওয়ে স্টেশন চত্বরে মোদি সরকারের বিরুদ্ধে প্ৰতিবাদে সরব হন গোবৰ্ধনা ব্লক কংগ্ৰেসের সদস্যরা। মোদি মুৰ্দাবাদ, গুজরাত মডেল হায় হায়, মোদি গো ব্যাক ইত্যাদি ধ্বনিতে বরপেটারোড রেলওয়ে স্টেশন উত্তাল করে তোলেন তারা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.