Header Ads

মাহিস্মতি বাহুবলী মহলের আদলে তৈরি করা হবে বিষ্ণুপুর বিমলা নগর সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ



দেবযানী পাটিকরঃ মালিগাঁও
গুয়াহাটিঃ হাতে গোনা আর মাত্র কটা দিন মা দুর্গা আসছেন সেই শুভ লগ্নের প্রতীক্ষায় গুয়াহাটি নগরের  প্রতিটি পুজো পাগল মানুষ ঘোটকে চেপে মা আসছেন ঘরে। তাই প্রতিটি মানুষই এখন দিন গুনছে। দুর্গা পুজোকে ঘিরে শুরু হয়ে গেছে তোড়জোড়, জোরকদমে চলছে প্যান্ডেলের কাজকর্ম। কুমারপারা গুলিতে জোরকদমে চলছে মার মূর্তির অন্তিম পর্যায়ের কাজ। নাওযা খাওয়া ভুলে দিনরাত কাজ করে চলছেন মৃৎশিল্পীরা । রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে গুযাহাটির সমস্ত পূজা মণ্ডপে এখন মণ্ডপ সাজানোর প্রস্তুতি চলছে। নগরের বিষ্ণুপুর বিমলা নগর সার্বজনীন দুর্গা পুজোতে প্রতিবারই দেখা যায নতুত্বের ছোঁয়া এবারও ব্যতিক্রম রূপে চমক দিতে প্রস্তুত চালিয়েছেন বিষ্ণুপুর বিমলা নগর সার্বজনীন দুর্গাপূজা কমিটিব্যতিক্রম রূপে মণ্ডপ তৈরি করা হচ্ছে এবার এই পুজো ৫২ বছরে পা দিলো। তাই এবার আলোকসজ্জা ও প্রতিমা সবকিছুতেই দেখা যাবে বিশেষ আকর্ষণ  সাথে লাইটের বিশেষ আকর্ষণ রয়েছেপ্রায় ১৮ লাখ টাকা এই পুজোতে ব্যয় করা হবেবাহুবলী সিনেমার আদলে তৈরি করা হচ্ছে মহিস্মতী বাহুবলি মহল। বিগত দেড় মাস ধরে পশ্চিমবঙ্গ থেকে আসা শিল্পীরা মণ্ডপ সজ্জা কাজ করে চলেছে। দুর্গা পুজো কমিটির ছোট-বড় সমস্ত ও সদস্যরাই এখন ব্যস্ত। মণ্ডপ সজ্জার জন্য কোন প্লাস্টিক ব্যবহার করা হয় নি। সম্পূর্ণ ভাবে প্রাকৃতিক জিনিষ প্রতিমা তৈরিতে ও মণ্ডপসজ্জা তো ব্যবহার করা হয়েছে বলে জানান পূজা কমিটির উদ্যোক্তারা। এইবার পুজো স্থলকে নো প্লাস্টিক জোন হিসাবে ঘোষণা করবেন বলে জানিয়েছেনপুজোর সময় নিরাপত্তার ওপর বিশেষ ব্যবস্থা নিয়েছেন বিষ্ণুপুর বিমলা নগর সার্বজনীন দুর্গা পুজো কমিটি। যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিতে লোকেরা পুজো উপভোগ করতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.