গুজব রটনাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্ৰহণের নিৰ্দেশ ডিজিপি কূলধর শইকীয়ার
গুয়াহাটীঃ রাজ্যের পুলিশ প্ৰধান কূলধর শইকীয়া আজ সাংবাদিক সন্মেলন ডেকে সোসাল মিডিয়ায় গুজব রটনাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্ৰহণের নিৰ্দেশ দিলেন। ফেসবুক-এর পোষ্টগুলি মনিটরিং করার জন্য এ ডি জি পি হরমৎ সিঙকে দায়িত্ব দিলেন। স্বয়ং মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল কার্বিআংলং-এর ঘটনায় জড়িত ব্যক্তিদের কোনভাবে রেয়াত করা হবেনা বলে হুশিয়ারী দেন। তিনি রাজ্যবাসীকে সংযম ৰক্ষা করে সাম্প্ৰদায়িক উসকানীমূলক মন্তব্য না করার আবেদন জানান। রাজ্য সরকার দুই শিল্পী নীলোৎপল দাস এবং অভিজিৎ নাথ-এর হত্যার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের আদেশ দিয়েছন। কার্বিআংলং-এর মৰ্মান্তিক-অমানবীয় ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভের বহিঃপ্ৰকাশ ঘটেছে। গত শুক্ৰবারের ঘটনায় এ পর্যন্ত ১৬জনকে গ্ৰেপ্তার করা হয়েছ এবং গুজব রটনাকারীকেও গ্ৰেপ্তার করা হয়েছে।
কোন মন্তব্য নেই