বঙ্গে ঢুকে পড়ল বর্ষা এক্সপ্রেস
দেবকিশোর চক্রবর্তী, কলকাতাঃ হাওয়া অফিসের তরফে আগাম বার্তা ছিল। বার্তা না বলে বরং বলা ভালো পৃর্বাভাষ। 'বর্ষা আসছে, দিন দুয়েকের অপেক্ষা।' তীব্র তাপ প্রবাহ এবং অসহনীয় গরমে নাভিশ্বাস ওঠার দশা চলছিল শহর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে। দস্তুরমতো গরমে ধুঁকছিল বিস্তীর্ণ বঙ্গের বৃহৎ বাঙালিকূল।এহেন পরিস্থিতিতে কলকাতার হাওয়া অফিসের কর্তারাও ঠিকঠাক আশারবাণীও শোনাতে পারছিলেন না। কখনো বলেছেন, ' বরষা আসছে, তবে আরো বেশ কিছুদিন পর।' আবার তার কয়েক ঘন্টা পরেই জানিয়েছেন, 'দিন দুয়েক।' এদিকে, কেরল থেকে কিছুটা ঢিমে তালেই চলছিল বর্ষা এক্সপ্রেস।গাঙ্গেও বঙ্গের প্রবেশদ্বার এসেও মাঝপথে থমকে গিয়েছিল।সোমবার মধ্য দুপুরে গতি বাড়িয়ে ঢুকেই পড়ল বর্ষা এক্সপ্রেস। অথচ গতকাল রবিবার হাওয়া অফিসের কর্তারা অবশ্য বলেছিলেন। 'মৌসুমি বায়ুকে টেনে এনেছে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ।' সোমবার সেই নিম্নচাপের পিছুপিছু গুটিগুটি পায়ে বঙ্গে ঢুকে পড়ল বর্ষা এক্সপ্রেস।প্রাণান্তকর হাসফাঁস গরম থেকে আপাত স্বস্তিতে ফিরল বাংলা।
কোন মন্তব্য নেই